
দৃষ্টি নিউজ:
‘সুন্দর আগামী পানে’ এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাঙ্গাইলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(১৬ এপ্রিল) সন্ধ্যায় মাই টিভি’র ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মাইটিভি পরিবার।
নুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, মাইটিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবল প্রমুখ। এসময় বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।