আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৩৭
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইল শহর আ’লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর কর্মীদের হামলায় আহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর নিজ দলীয় কর্মীদের হামলায় আহত হয়েছেন। সোমবার(২২ জুলাই) দুপুরে শহরের বিশ্বাস বেতকা ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে কর্মীদের হামলায় আহত শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার ঘটনায় রাতেই আহত সভাপতি সিরাজুল হক বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ১৫-১৬জনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর জানান, সোমবার সকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রা শেষ করে শহরের ময়মনসিংহ রোডস্থ নিজ ব্যবসায়ীক কার্যালয়ে যান তিনি। এসময় তার ব্যবসায়িক কার্যালয়ের অদূরে স্থাপিত শহরের বিশ্বাস বেতকা ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে তার কয়েকজন কর্মীকে নিজ দলের প্রতিপক্ষের কর্মীরা আটক করেছে বলে খবর পান। আটক কর্মীদের উদ্ধার করতে ওয়ার্ডের দলীয় কার্যালয়ে গেলে তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের কর্মীরা তার উপর হামলা চালায়। হামলায় হাত, কোমড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ হামলার ঘটনায় নিজ দলের কর্মী মোর্শেদ ও তার অনুসারিদের দায়ি করছেন তিনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশাররফ হোসেন জানান, সোমবার শহরের বিশ্বাস বেতকা ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় কর্মীদের হামলায় আহত শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর রাতে নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরো ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়