
গোপালপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে রাজস্বখাতের তোষা-৮ জাতের পাট প্রদর্শনীর মাঠ দিবস সোমবার(২২ জুলাই) ঐতিহ্যবাহী দক্ষিণপাথালিয়া ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সফল চাষী মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তুষার সাহা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, বøকের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইলিয়াস হোসাইন, উপ-সহকারী কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. আবু কায়সার রাসেল, মো. শফিকুল ইসলাম খান ও মো. সোলায়মান মিয়া, সফল চাষী একেএম নাজিম উদ্দিন, মো. ওসমান গণি, মো. তোফাজ্জল হোসেন, খুচরা সার বিক্রেতা মো. সুলতান মাহমুদ, প্রদশর্নী প্লটের পাট চাষী মো. শামীম, আবদুর রহিম, হারুন অর রশিদ, আবদুস সাত্তার, আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক কৃষক-কিষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
