আজ- বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর, ২০২৫
১০ পৌষ, ১৪৩২ | বিকাল ৩:০৬
২৫ ডিসেম্বর, ২০২৫
১০ পৌষ, ১৪৩২
২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ, ১৪৩২

ঘাটাইলে কোরবানির মহিষের গুঁতোয় আহত ১১

দৃষ্টি নিউজ:

ঘাটাইলে কোরবানির মহিষ হঠাৎ ওঠে ১১জনকে আহত করে। বিলে অবস্থান নেয়া মহিষ(গোল চিহ্নিত)।

টাঙ্গাইলের ঘাটাইলে কোরবানি করতে যাওয়া মহিষ হঠাৎ লাফিয়ে ওঠে শিংয়ের গুঁতোয় ১১ জনকে আহত করেছে। সোমবার(১২ আগস্ট) সকাল ১১টার দিকে ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামে আরিফুল সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে। ওই মহিষকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলি ছুঁড়েছে ভুঞাপুর পুলিশ। তবে পুলিশের ছোড়া গুলি মহিষের গায়ে লাগেনি।

এদিকে, হাজারো উৎসুক জনতা ভিড় করায় পুলিশ আর পরের পদক্ষেপ নিতে পারেনি। মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুর পর্যন্ত খ্যাপাটে ওই মহিষটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, ঈদুল আযহা উপলক্ষে যুগিহাটি গ্রামের আরিফুল ইসলামের একটি মহিষ কয়েকজন মিলে কোরবানি দিচ্ছিলেন। জবাই করার সময় মহিষটি হঠাৎ মাটি থেকে লাফিয়ে ওঠে এবং সেখানে থাকা একই পরিবারের ৫ জন মহিষটির গুঁতোয় আহত হয়।মহিষটির গুঁতোয় শুকুর মামুদ, আব্দুস সালাম সহ ১১জন আহত হয়।এক পর্যায়ে মহিষটি দৌঁড়ে ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়ায় চরায় চলে যায়। পরে ভূঞাপুর থানা পুলিশ ওই মহিষকে থামাতে গুলি ছোঁড়ে। তবে গুলি মহিষের গায়ে লাগেনি।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) টিটু চৌধুরী জানান, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের নির্দেশে খ্যাপাটে ওই মহিষ লক্ষ করে এক রাউন্ড গুলি ছোঁড়া হয়। ততক্ষণে মহিষটি দেখতে আশপাশের শ’ শ’ উৎসুক মানুষ চলে আসে। বার বার উৎসুক জনতাকে সরতে মাইকে ঘোষণা দেয়া হলেও তারা কেউ সরেনি। সোমবার রাত ৮টার পরও মহিষটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে নিরাপত্তার স্বার্থে পরবর্তী পদক্ষেপ নেয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার (১২ আগস্ট) থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়েও সেই কোরবানির মহিষটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মহিষের শিংয়ের গুঁতোয় আহত ১১ জনকে উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই মহিষ ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা বিলে অবস্থান করছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়