দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. নুর মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা, সহকারী পরিচলক ডা. মো. সদর উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুল্লাহ কায়সার প্রমুখ।
সভায় জেলা স্বাস্থ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।