আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৭:০৪
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

ধনবাড়ীতে বিনাধান-১৯ এর মাঠ দিবস অুনষ্ঠিত

ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিনাধান-১৯ এর মাঠ দিবস সোমাবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার নলহরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’র আয়োজনে ও পরিবর্তিত আবহাওয়া জাত উন্নয়ন শীর্ষক কর্মসূচির অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুর রহমানের সঞ্চলনায় প্রশিক্ষণ ও পরিকল্পনা বিনা ময়মনসিংহ-২ এর পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি ছিলেন, বিনাধান-১৯ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকার্তা ড. আবুল কালাম আজাদ, বিনা উপকেন্দ্র জামালপুর (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহবুবুর রহমান খান, শামীম আকরাম, সুনন্দা সরকার প্রমা, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিনা’র উদ্ভাবন করা আউশ ধান, বিনাধান-১৯ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিনাধান-১৯ এর মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও এলকার গণ্যমান্য ব্যক্তি ও ১৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়