দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে বুধবার(২১ আগস্ট) সকালে ডোবার পানিতে পড়ে শিমু(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিমু উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের মো. শামছুল হকের মেয়ে।
জানা যায়, পরিবারের অজান্তেই ডোবার পাশে খেলতে যায় শিমু। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আশ-পাশের বাড়িগুলোতে খুঁজতে থাকে। কোন বাড়িতে না পেয়ে ডোবার পাড়ে খুঁজতে যায়। সেখানে শিমুর জুতা দেখতে পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী ডোবার পানিতে খুঁজতে থাকে। পরে বুধবার সকাল ১০টার দিকে ডোবার পানি থেকে শিমুর মরদেহ উদ্ধার করা হয়।
