দৃষ্টি নিউজ:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকালে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী প্রমুখ।
https://youtu.be/7NsSov49x4k
বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে, সারা দেশে হরতাল কর্মসূচি পালন করা হবে, যে কোন কিছুর বিনিময়ে খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো।
