মাভাবিপ্রবি সংবাদদাতা:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আক্কাস আলী ও সাধারণ সম্পাদক পদে মো. আমিনুর ইসলাম নির্বাচিত হয়েছেন। সোমবার(৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ফিরোজ আল মামুন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. আজিজুল হাকিম ও মো. হামিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে মো. লাভলু মিয়া, কোষাধ্যক্ষ পদে আব্দুর সোবাহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আসাদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল হামিদ(মানিক), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক পদে মোছা. আমেনা আক্তার এবং নির্বাহী সদস্য পদে মো. শফিকুল ইসলাম, মো. রাইসুল ইসলাম ও সুরেশ হরিজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. মাকসুদুর রহমান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. গোলাম মওলা ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির মোট ভোটার সংখ্যা ২২৩।