আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:০৩

নকল সরবরাহের দায়ে ৬ শিক্ষক বহিস্কার

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-19
টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলে নকল সরবরাহ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। উপজেলার সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার(২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
বহিস্কৃত শিক্ষকরা হচ্ছেন, চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোলায়মান মিয়া, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ, সুজনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হানিফ, রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফা খাতুন, ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুন্নাহার ও জাকিয়া খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাংলা পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে দায়িত্ব পালনকালে এ ৬ শিক্ষক বহিরাগতদের নকল সরবরাহে সহযোগিতা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষার হলে উপস্থিত হয়ে তাদের হাতে নাতে ধরে ফেলেন এবং ৬ শিক্ষককেই বহিস্কার করার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno