দৃষ্টি নিউজ:

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। পাকিস্তান আমলে পুরনো ঢাকার কেএস দাস লেনের রোজ গার্ডেনে প্রথম সম্মেলনে জন্ম হয়েছিল দলটির। সেই ১৯৪৯ সাল থেকে আজ অবধি রাজপথ থেকে সংসদ অবধি দীর্ঘ পথ অতিক্রম করেছে দলটি। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজও অম্লান এর কর্মকাণ্ড।
ইতিহাস আর ঐতিহ্যের ধারক-বাহক এ দলটির ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার (২০ ডিসেম্বর) ও শনিবার (২১ ডিসেম্বর) দুদিন ব্যাপী সম্মেলন ঘিরে উদ্যান আর মঞ্চকে সাজানো হয়েছে অপূর্ব সজ্জায়। যেখানে শোভা পাচ্ছে আগামির স্বপ্ন-সম্ভাবনার সবকিছু।

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির সম্মেলন ঘিরে ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যান ভিন্ন সাজে সেজে উঠেছে। মঞ্চ নির্মাণ করা হয়েছে নৌকার আদলে। সেখানে শোভা পাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি। এছাড়া রয়েছে জাতীয় নেতা আর দল আর দেশের জন্য জীবন উৎসর্গ করা নেতাদের ছবি।
চিত্রে চিত্রে রঙিন হয়ে উঠেছে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে শোভা পাচ্ছে উন্নয়ন আর অগ্রগতির তথ্য। রয়েছে সরকারের জল-স্থল-মহাকাশ জয়ের গর্বের ছবিও। উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাওয়ার চিত্রও। আওয়ামী লীগের হাত ধরেই মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। একাত্তরে বঙ্গবন্ধুর দেখানো ক্ষুধা, দারিদ্রমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সম্মেলন ঘিরে সেসবই চিত্রে চিত্রে ফুটে তোলা হয়েছে।
