দৃষ্টি নিউজ:

র্যাব-১২’র সদস্যরা গাজিপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বগুড়া জেলা শেরপুুর উপজেলার মধ্যবাগ গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩২), গাজীপুর জেলার মেলান্দ থানার তেলিপাড়া গ্রামের আ. মজিদের ছেলে মো. নুরুন নবী (৪০), টঙ্গী পশ্চিম থানার মৃত খোকন মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া(২৬)।
শুক্রবার(২০ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, উল্লেখিতরা দীর্ঘদিন যাবত গাজীপুরসহ আশেপাশের জেলায় চাহিদা অনুযায়ী মাদক সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে টঙ্গী থানায় মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়।
