দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়াম্যান রফিকুর ইসলাম ফারুকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(২০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে শোকসভার আয়োজন করা হয়। এর আগে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংসদের সভাপতি মো. রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি শফি মাহমুদ মুকুল চৌধুরী, প্রখ্যাত সংঙ্গীত শিল্পী পিয়াল হাসান, দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহত রফিকুল ইসলাম ফারুকের ছোট ভাই লাভলু মিয়া লাবু, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।
বক্তারা বলেন, তিনি টানা তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত ছিলেন। তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হত্যা করে। নিহত রফিকুর ইসলাম ফারুকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। শেষে গণভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে ২০ ডিসেম্বর টাঙ্গাইল শহরের বটতলা কাঁচাবাজারে রফিকুল ইসলাম ফারুককে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
