একিউ রাসেল:

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নন্দনপুর কাজী ফাতেমা কলিমুদ্দিন ইসলামিয়া মাদরাসায় বুধবার(১ জানুয়ারি) নূরানী বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী জিন্নাহর সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে দিয়ে নূরানী বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা।
এ সময় শামসুদ্দিন শামসুন্নাহার মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট নুরুল ইসলাম খোকন, মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি কাজী মাসুম, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মো. কুরতই এলাহি রুপক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, শাহারিয়ার আহাম্মেদ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
