আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ৩:২৬

ঘাটাইলে সরকারি জমি জবরদখল করে গাছ কাটার অভিযোগ!

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া এলাকায় সরকারি খাস জমি জবরদখল ও গাছ কাটার অভিযোগ ওঠেছে। শিবেরপাড়া গ্রামের মৃত আন্তাজ সিকদারের ছেলে আবুল হাশেম গ্রামবাসীর পক্ষে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দ;াখিল করেছেন।

অভিযোগে প্রকাশ, গত বছরের ১০ অক্টোবর ঘাটাইল উপজেলার দেওয়াপাড়া ইউনিয়নের শিবের পাড়া মৌজার ৭৫৩নং দাগের ১০শতাংশ সরকারি খাস ভূমি জবরদখল হওয়ার প্রতিকার চেয়ে আবুল হাশেম আবেদন করেন। বিষয়টি ভূমি অফিসের সরকারি সার্ভেয়ার সরেজমিনে পরিদর্শন করেন এবং জবরদখলকৃত জমি থেকে স্থাপনা সড়িয়ে নেয়ার আহ্বান জানান।

গত ৫ জানুয়ারি শিবেরপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে দানেছ আলী(৫০) ও মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. আব্দুল গফুর(৫৫) ওই সরকারি ভূমিতে অবস্থিত আকাশ মনি-ইউক্যালিপ্টাস ইত্যাদি জাতের প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno