আজ- বৃহস্পতিবার | ৩০ অক্টোবর, ২০২৫
১৪ কার্তিক, ১৪৩২ | রাত ৪:৪৮
৩০ অক্টোবর, ২০২৫
১৪ কার্তিক, ১৪৩২
৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। বুধবার(২২ জানুয়ারি) সকালে ভাসানী পরিষদের পক্ষ থেকে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪-৬ এপ্রিল পাকিস্থানি হানাদার ও তাদের এদেশীয় দোষররা মিলে টাঙ্গাইলের সন্তোষ এবং বিন্যাফৈরে মওলানা ভাসানীর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ১৫-১৬ এপ্রিল তিনি ধলেশ্বরী-যমুনা হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে বসেই তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি মনোনীত হন। ১৯৭২ খ্রিষ্টাব্দের ২২ জানুয়ারি তিনি ভারত সরকারের একটি জীপে করে মেঘালয় হয়ে বাংলাদেশের হালুয়াঘাট সিমান্তে পৌঁছান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়