আজ- বৃহস্পতিবার | ৩০ অক্টোবর, ২০২৫
১৪ কার্তিক, ১৪৩২ | রাত ৪:৪৮
৩০ অক্টোবর, ২০২৫
১৪ কার্তিক, ১৪৩২
৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক, ১৪৩২

দুই দফা দাবিতে টাঙ্গাইলে বাকাসাসের তৃতীয় দিনের কর্মবিরতি

দৃষ্টি নিউজ:

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মত টাঙ্গাইলে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসাস) জেলা শাখা। বুধবার(২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসাস) জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকীসহ কালেক্টরেট কর্মচারীরা।

বক্তারা বলেন, পূর্বে সচিবালয়ের কর্মচারীদের পদ-পদবী আর কালেক্টরেট অফিসের কর্মচারীদের পদ-পদবী এক থাকলেও ২০০০ সালে সচিবালয়ের পদ-পদবী পরিবর্তন করে পদোন্নতিসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। কিন্তু কালেক্টরেট অফিসের চাকুরিজীবীদের পদ-পদবী পরিবর্তন করা হয়নি।

বিগত ২০০১ সাল থেকে বাকাসাস কর্মচারী সমিতি এ ব্যাপারে সচিবালয়ের ন্যায় আন্দোলন-সংগ্রাম করার পরেও সরকার কোন গুরুত্ব দিচ্ছে না। তাই পুনরায় দাবি আদায়ের লক্ষে আন্দোলন করা হচ্ছে। দাবি আদায় না হলে আগামিতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বক্তারা। এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম আন্দোলনকারীদের কথা শুনেন ও তাদেরকে আশ্বস্ত করে কাজে যোগদান করার আহ্বান জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়