আজ- মঙ্গলবার | ২৫ নভেম্বর, ২০২৫
১০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৮:১১
২৫ নভেম্বর, ২০২৫
১০ অগ্রহায়ণ, ১৪৩২
২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ, ১৪৩২

কাতুলী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবনির্মিত ভবনের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) প্রধান অথিথি হিসেবে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন নবনির্মিত ভবনের উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু সাইদ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জাহান আনছারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাতুলী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মিয়া, কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব আলী সরকার, টাঙ্গাইল সদর উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী বাবুল আহম্মেদ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ থেকে ৪০০ মিটার দৌঁড়, মিউজিক্যাল বল, গুপ্তধন উদ্বার, ভারসাম্য দৌঁড়, দীর্ঘ লম্ফ, যেমন খুশি তেমন সাজো সহ মোট ২৬টি ইভেণ্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতি ক্লাশ থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। খেলাটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহীদুল ইসলাম।

https://youtu.be/Nk37NHLzHXM

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়