দৃষ্টি নিউজ:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পুজা ধুমধামের সাথে উদযাপন করা হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। বিদ্যা দেবী সরস্বতী পুজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে ঢাকের শব্দ আর ঊলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পুজা উপলক্ষে মন্ডপগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
https://youtu.be/MXH9IyA5Kwk
ভোরে পুজারীরা স্নান করে পবিত্র হয়ে মন্ডপে পুজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
তিথি অনুযায়ী বুধবারও(২৯ জানুয়ারি) কোন কোন স্থানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়।
