আজ- শনিবার | ৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২ | সকাল ১১:৫৩
৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২
৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক, ১৪৩২

মির্জাপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে মঙ্গলবার(৩ মার্চ) দিনগত রাতে মাদকাসক্ত ছেলে লাভলু(৩০) তার বৃদ্ধ বাবা নুরুল হককে পিটিয়ে ও শ্বাসরোধে খুন করেছে। খুনে সহযোগিতা করার অভিযোগে ছেলের বউ রোকেয়া আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে মাদকাসক্ত ছেলে লাভলু টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত হয়। লাভলুকে কারাগার থেকে জামিনে মুক্ত করতে তার স্ত্রী রোকেয়ার ২০হাজার টাকা খরচ হয়েছে বলে দাবি করে। ওই ২০ হাজার টাকা লাভলু তার বাবাকে পরিশোধ করতে চাপ দেয়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বচসা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে লাভলু ও তার স্ত্রী রোকেয়া বৃদ্ধ বাবা নুরুল হককে(৬৫) পিটিয়ে ও শ্বাসরোধে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রোকেয়াকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ‘মঙ্গলবার বিকালে মাদকাসক্ত ছেলে লাভলু কারাগার থেকে বেরিয়ে বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় স্ত্রী রোকেয়ার সহযোগিতায় লাভলু তার বাবাকে পিটাতে থাকে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই রোকেয়াকে আটক করা হয়েছে। ঘটনার মূলহোতা লাভলু পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়