
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির দায়ে চার ওষুধের দোকানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(৪ মার্চ) দুপুরে শহরের রেজিস্ট্রি পাড়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা ড্রাগ সুপার নার্গীস আক্তারসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭’ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।
