
দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতুপূর্ব-ঢাকা রেললাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ছোট বটতলা নামকস্থানে বৃহস্পতিবার(১২ মার্চ) ভোরে ট্রেনে কাটা পড়ে রৌহান নামে এক কিশোর নিহত হয়েছেন।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত এক ট্রেনে কাটা পড়ে ওই কিশোর(১৬) নিহত হয়েছেন। নিহতের খাতায় লেখা নাম রৌহান ও তার বাড়ি নাটোর জেলায় এমন তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা বা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
