
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার নগরজালফৈ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. রাকিব খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
রোববার(৭ জুন) সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত এর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মো. রাকিব খান(২৫) সদর উপজেলার খুদিরামপুর গ্রামের মৃত সিদ্দিক খানের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, গোপণে সংবাদ পেয়ে ওই স্থানে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা সহ মো. রাকিব খানকে গেস্খপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়।
তিনি আরো জানান, মো. ওাকিব খান জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছে বলে জানায়।