
দৃষ্টি নিউজ:
সৌদি আরবে যুবক হত্যার ঘটনায় নিহত মো. মনিরের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার যুগিপাড়া গ্রামে শোকের মাতম চলছে।
নিহত মো. মনির (২৫) সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের যুগিরপাড়া এলাকার মো. শাসছুল বেপারীর ছেলে।
নিহতের পরিবার জানায়, চার ভাই ও তিন বোনের মধ্যে মনির চতুর্থ সন্তান। এক বছর আগে তিনি কাজের উদ্দেশে সৌদি আরব যান। সৌদি যাওয়ার পরই খুব কষ্টে, না খেয়ে কাজ করতে থাকেন। দীর্ঘদিন যাবত পরিবারের সাথে মনিরের কথা হয়না।
মারা যাওয়ার তিনদিন আগে যোগাযোগ হয় এবং দুই লাখ টাকা পাঠানোর কথা জানায় মনির। পরে সৌদি আরব থেকে পরিবারের সদস্যরা জানতে পারে গত ১৪ জুন থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না।
https://youtu.be/7raMKGR7gzk
১৮ জুন তাদের মেসের স্টোর রুম থেকে গন্ধ বের হলে মনিরের রক্তাক্ত মরদেহ সনাক্ত হয়। তারপর থেকেই মনিরের রুম মেট কলকাতার জনৈক বাসিন্দা পলাতক রয়েছে।
