আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:০৮

স্রোতে ভেসে যাওয়া সেতু পরিদর্শনে ডিসি

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া সেতু বুধবার(২২ জুলাই) পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি।

উপজেলার গয়হাটা-সিংজোড়া সড়কের ঘুণী খালের উপর নির্মিত সেতুটি মঙ্গলবার(২১ জুলাই) রাতে বন্যার পানির স্রোতে ভেসে যায়।

সেতুটি পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি জনসাধারণের আপদকালীন সময়ে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

এসময় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতুটি ভেঙে যাওয়ায় সিংজোড়ায় অবস্থিত স্কুল-কলেজ, হাট-বাজার ও পাশের শ্যামপুর, তেহালিয়া, বাটরা সহ বিভিন্ন এলাকার জনসাধারণের উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno