আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:৫৯

ভাসানী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে রোববার(২৩ আগস্ট) সন্ধ্যায় ‘ওয়েব ইনফরমেশন অন হায়ার এডুকেশন অ্যান্ড বিওল্ড’ বিষয়ক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রথম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস কক্ষে সেমিনারের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক প্রফেসর ড. এএস এমসাইফুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি ও আওরঙ্গজেব আকন্দের সার্বিক সহযোগিতায় জার্মানীতে উচ্চ শিক্ষার সুযোগ

সম্পর্কে বিশদ আলোচনা করেন, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের(ডিএএডি) ঢাকাস্থ প্রতিনিধি রুমানা কবির, দিল্লীস্থ আঞ্চলিক কার্যালযের প্রোগ্রাম অফিসার পুজামিধা ও অনুরুপা দিক্ষিত।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দু’শতাধিক শিক্ষার্থী অনলাইনে যুক্ত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno