দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের একটি সিড়ি কোঠায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ি কোঠায় একটি বৈদ্যুতিক ডিস্টিবিউশন বোর্ডে আগুনের সূত্রপাত হয়।
কিছু ওয়েস্ট মালামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে বৈদ্যুতিক ফিটিংস ও কিছু অকেজো মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।