দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে আলোচনা সভার মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
শনিবার(৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস-চেয়ারম্যান আখতারুজজামান, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলাউদ্দিন।
ইরা বহুমুখী সমবায় সমিতির সদস্য এমএ মোতালেব হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াজেদ আলী।