আজ- মঙ্গলবার | ৪ নভেম্বর, ২০২৫
১৯ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৬:১৭
৪ নভেম্বর, ২০২৫
১৯ কার্তিক, ১৪৩২
৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক, ১৪৩২

কালিহাতীতে আ’লীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থীর গণমিছিল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থী মানিক দেবনাথের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ নভেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার কুষ্টিয়া গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কুষ্টিয়া বয়লার মিল মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে পুরুষের চেয়ে নারীদের অংশগ্রহন ছিল বেশি। স্থানীয় হিন্দু-মুসলিম গৃহবধূরা শিশু কোলে নিয়ে মিছিলে অংশ গ্রহন করে।

এরআগে কুষ্টিয়া বয়লার মিল মাঠে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মানিক দেবনাথের বাবা জাতীয় চার নেতার সঙ্গে হাজতবাসকারী স্বর্গীয় ক্ষিতিশ চন্দ্র দেবনাথের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মাতব্বর মো. বাহাজ উদিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম লাল মিয়া, নরেন্দ্র চন্দ্র পন্ডিত, আনন্দ দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, ব্যবসায়ী-রাজনীতিক মানিক দেবনাথের বাবা ক্ষিতিশ চন্দ্র দেবনাথ ১৯৬৮ সালে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর ও ডা. কামারুজ্জামানের সঙ্গে ময়মনসিংহ কারাগারে ১৮ মাস হাজতবাস করেন। মানিক দেবনাথ আওয়ামী পরিবারের পরীক্ষিত সৈনিক।

বক্তারা আরও বলেন, কালিহাতী পৌরসভার ২৮ হাজার ভোটারের মধ্যে সাড়ে ৮ হাজার সংখ্যালঘু। সংখ্যালঘুরা একতাবদ্ধ হয়ে মানিক দেবনাথকে মেয়র প্রার্থী করেছে।

https://youtu.be/8loMG3_PV6Y

আওয়ামীলীগ মানিক দেবনাথকে মনোনয়ন দিলে অনায়াসে মেয়র নির্বাচিত হবেন। তাই তারা আওয়ামীলীগের কাছে মানিক দেবনাথকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়