দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপি উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার(২০ নভেম্বর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শরমা হাউজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সাদেকুল আলম খোকা মাহমুদুল হক সানু, যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর
রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি ইথেন, সম্পাদক নুরুল ইসলাম ও জেলা মহিলাদরে সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম’সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামাদল, মহিলা দল ও তাঁতি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
