আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:৪৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৮৯ শিক্ষার্থী এনএসটি ফেলোশিপ পাচ্ছেন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৯ জন শিক্ষার্থী ২০২০-২১ অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’(এনএসটি) পাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান রেজা-উন-নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৪৮ শিক্ষার্থীকে ভৌত বিজ্ঞান বিভাগে ফেলোশিপ দেওয়ার ঘোষণা দেন।

এরমধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স

ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ১৪ জন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৯ জন, পদার্থ বিজ্ঞান

বিভাগের ৮ জন, গণিত বিভাগের ৬ জন, পরিসংখ্যান বিভাগের ৬ জন, রসায়ন বিভাগের ৩ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ৫ জন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন মোট ৮৯ জন শিক্ষার্থী রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno