দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি (লেংড়া) বাজার এলাকায় যমুনা নদীর চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে চার ব্যবসায়ীকে চার লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের নব্বেছ মন্ডলের ছেলে জাহিদুল মন্ডল, ফজলুল হকের ছেলে শেখ মিজান, আব্দুল আলিমের
ছেলে মমিন মন্ডল, একই ইউনিয়নের পাটিতাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আল মামুন।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, দীর্ঘদিন ধরে অসাধু বালু ব্যবসায়ীরা গোপনে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।
গোপনে সংবাদ পেয়ে সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চার বালু ব্যবসায়ীকে এক লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া জরিমানার টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।