দৃষ্টি নিউজ:

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সংগঠনের মির্জাপুর ইউনিটে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সংস্থার মির্জাপুর ইউনিটের সভাপতি মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
এ সময় মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম, উপ-পরিদর্শক মো. রুবেল মিয়া, উপ-পরিদর্শক শফিকুল ইসলাম, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি
মীর আনোয়ার হোসেন টুটুল, দৈনিক সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম খান, পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রেমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংস্থার সহ-সভাপতি কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম, অর্থ সম্পাদক শামীম
মিয়া, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক বশির আহমেদ, সদস্য নাজিম উদ্দিন, হাসান শাহরিয়ারসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেয়। আলোচনা শেষে ১৫ পাউন্ডের কেক কাটা হয়।
