দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র নেতা কর্মীরা মঙ্গলবার(২ মার্চ) পতাকা মিছিল ও আলোচনা সভা করেছে।
১৯৭১ সালের ২ মার্চ ডাকসু’র তাৎকালীন ভিপি আসম আবদুর রব কর্তৃক স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেএসডি ওই কর্মসূচি পালন করে।
শহরের মালঞ্চপট্টি এলাকায় জেএসডি’র জেলা কার্যালয় থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেএসডি টাঙ্গাইল জেলা শাখার সহ-
সভাপতি রফিকুল ইসলাম হুমায়ুন, গোলাম আম্বিয়া জিন্নাহ, মির্জা আমিনুল হক বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু, অ্যাডভোকেট মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ. কদ্দুছ সিকদার, দপ্তর সম্পাদক আ. কাদের মিয়া প্রমুখ।
সভা পরিচালনা করেন, জেএসডি জেলা শাখার সাধারণ সম্পাদক শফীউল আলম।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
