আজ- শনিবার | ৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২ | সকাল ১০:৫৯
৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২
৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধকালীন স্থান পরিদর্শন করলেন ভারতীয় সেনারা

দৃষ্টি নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বীর যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতীতে ১৯৭১ সালে তাদের অবতরণস্থল পরিদর্শন করেছেন।

শনিবার (২৭ মার্চ) ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সফররত ভারতীয় দলটির সাথে দুইজন স্থানীয় মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।

মেজর জেনারেল নারায়ণ শঙ্কর নারি (অবসরপ্রাপ্ত) এর নেতৃত্বে ৬৮ সদস্যের ওই সেনা দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা(এরমধ্যে ২৩ জন সস্ত্রীক) এবং ৬ জন চাকুরিরত ভারতীয় সেনা কর্মকর্তা(এরমধ্যে ৫ জন সস্ত্রীক) রয়েছেন।

সফরকারী দলটি শনিবার সকালে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আগমন করলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এডব্লিউসি-পিএসসি সস্ত্রীক তাঁদের স্বাগত জানান।

সফর শেষে প্রতিনিধি দলটি দুপুর আড়াইটায় শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়