আজ- শনিবার | ৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২ | সকাল ১১:০৫
৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২
৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে দুই দিনব্যাপী উত্তরণ মেলা শুরু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল কালেক্টরেট মাঠে শনিবার(২৭ মার্চ) দুই দিনব্যাপী উত্তরণ মেলা শুরু হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সল্পোন্নয়ত দেশ থেকে

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় জেলা প্রশাসন আয়োজনে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ওই উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

মেলায় ‘রূপকল্প-২০৪১ :: উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল ওয়াদুদ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

মেলায় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর প্রামাণ্যচিত্র, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিওচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিভিন্ন স্টলের মাধ্যমে সরকারি নানা দপ্তরের উন্নয়নচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়