আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১২:৫৮

টাঙ্গাইলের কমিউনিটি সেণ্টারে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরে সরকারি বিধিনিষেধ অমান্য করে খোলা রাখার দায়ে তিনটি কমিউনিটি সেণ্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার(১৮ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে শহরের রেজিস্ট্রিপাড়াস্থ সিলমি পার্টি প্যালেসকে ২০ হাজার টাকা, ভিক্টোরিয়া রোডের ভিক্টোরিয়া ফুড জোনকে দুই হাজার টাকা, বিবি গার্লস স্কুল রোডের ফুলি কমিউনিটি সেণ্টারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্য কমিউনিটি সেণ্টারগুলোকে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য সচেতন করা হয়। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno