দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাচ এলাসিন গ্রামে বিষাক্ত মদ্য পান করে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া(২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া(৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া(২৩)।
এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় পুরো এলাকার ভারি হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার(১৯ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদপান করেন। মদ্য পানের পর তারা তিনজনই দোকানের ভেতরেই অচেতন হয়ে পরেন।
একজন ক্রেতা ওই মুদি দোকানে গেলে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তিন জনকেই অচেতন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিনগত রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থাবস্থায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলেও জানান তিনি।
