দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগড়বাড়ি গ্রামে মঙ্গলবার(২১ ডিসেম্বর) দুপুরে ডোবার পানিতে ডুবে সিয়াম(২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু সিয়াম বাড়ির আঙিনায় খেলা করছিল, অন্যদিকে তার মা পাশেই কাজ করছিল। খেলার এক পর্যায়ে শিশুটি পাশের ডোবায় পড়ে যায়।
শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।