আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ২:১৯
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী শিপন মিয়ার উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলটিয়াবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক গ্রামবাসী অংশগ্রহণ করে।


মানববন্ধনে বক্তব্য রাখেন, গালা ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিখা রাণী সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, অজিত কুমার দাস, আলহাজ¦ রমজান আলী সরকার, খন্দকার শাহজাহান, বেলটিয়াবাড়ি জামিয়া ফারুকীয়া মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল কদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী প্রমুখ।


বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী শিপনকে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে ওই গ্রামের সোহাগ খান, টিপু মিয়া, আক্তারুজ্জামান বাদল, শাহান শাহসহ সন্ত্রাসীরা বেধরক মারপিট করে। স্থানীয়রা শিপনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করে।

এ ঘটনায় গত ১০ জানুয়ারি শিপনের বড় ভাই মিঠুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে এখনও হামলায় জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়