আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ২:১৭
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

ভূঞাপুর ও কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী ও ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত পিকআপ চালক ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের তারা মিঞার ছেলে জুয়েল মিঞা(২৯)। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।


জানা যায়, ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক রেলক্রসিংয়ে পিকআপের সাথে ট্রেনের সংর্ঘষ হয়। এছাড়া প্রায় একই সময়ে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।


স্থানীয়রা জানায়, নিহত জুয়েল পিকআপ নিয়ে ভূঞাপুর উপজেলার খড়গ-নিকলা অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিল। এসময় ট্রেনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচরে যায়।

পরে স্থানীয়রা পিকআপ চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, প্রায় একই সময় কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা মহিলার মৃত্যু হয়।


এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সরাতৈল নামকস্থানে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন।

বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়