আজ- ১৩ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১১:১৩

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তেলবাহী ট্রাক উল্টে যান চলাচল বিঘ্নিত

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাসে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চাকা ফেটে সয়াবিন তেলবাহী ট্রাক উল্টে যান চলাচল বিঘ্নিত হয়েছে।

ড্রাম ভর্তি সাড়ে ১১ টন সয়াবিন তেল পিচঢালা পথে পড়ে যাওয়ায় উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় সার্ভিস লেন ব্যবহারের মাধ্যমে যান চলাচলের ব্যবস্থা করা হয়।


তেলবাহী ট্রাক চালক আতোয়ার রহমান জানান, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছলে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের(সড়ক বিভাজন) উপর উঠে উল্টে যায়। উল্টে যাওয়ায় ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ড্রাম ফেটে মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে সড়ক পিচ্ছিল হয়ে যায় এবং উত্তরবঙ্গের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে সাময়িকভাবে পাশের সার্ভিস লেন ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর তেল ছড়িয়ে পড়া স্থানে বালু ফেলে শুকিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno