আজ- ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  দুপুর ২:২৬

টাঙ্গাইলে কলেজছাত্রী হত্যায় স্বামীর রিমান্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের দেওলা এলাকায় কলেজছাত্রী রিনা আক্তার মায়াকে আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বামী ওয়াহেদুল ইসলাম প্রান্তকে রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার(২৪ মে) দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে প্রান্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে টাঙ্গাইলের সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামছুল আলম অভিযুক্ত ওয়াহেদুল ইসলাম প্রান্তর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক মো. তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আদালত পরিদর্শক মো. তানভীর আহম্মেদ জানান, টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত মামলায় পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে ওয়াহেদুল ইসলাম প্রান্তকে আদালতে হাজির করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


প্রকাশ, বাসায় অন্যদের অনুুপস্থিতির সুযোগে তুচ্ছ ঘটনায় ওয়াহেদুল ইসলাম প্রান্ত কলেজছাত্রী রিনা আক্তার মায়ার উপর চড়াও হন। ধস্তাধস্তির একপর্যায়ে মায়াকে শ্বাসরোধে হত্যা করে।

পরে মায়ার মরদেহ গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তার স্বামী ডাকচিৎকার করেন। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে এবং কলেজছাত্রীর স্বামী প্রান্তকে গ্রেপ্তার করে।


এ ঘটনায় নিহত কলেজছাত্রীর পিতা কালিহাতী উপজেলার মহেলা গ্রামের মো. হাবেল উদ্দিন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno