আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:০৫
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

‘যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না’ : আ’লীগ নেতার অনুরোধ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ১৫ জুন। এ নির্বাচনে যারা নৌকা মার্কায় ভোট দেবেন না, তাদের ভোট কেন্দ্রে না আসার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম। তিনি মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।


গত বুধবার(৮ জুন) বিকালে অরনখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনী সভায় বক্তৃতাকালে তিনি ভোট কেন্দ্রে না আসার ওই অনুরোধ জানান। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার(৯ জুন) রাত থেকে ছড়িয়ে পড়েছে।


ওই ভিডিওতে দেখা যায়, সাদিকুল ইসলাম বক্তৃতায় বলছেন ‘আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারাদিন এবং নৌকা মার্কায় ভোট হবে। আপনারা ভোট দিবেন। যারা নৌকা মার্কায় ভোট দেবেন তারাই কেন্দ্রে আসবেন।

আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু আশেপাশেই অবস্থান করবো। এখানে ২৪শ’ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’

ভিডিওর অপর অংশে দেখা যায় সাদিকুল ইসলাম বলছেন, ‘যে কোন মূল্যে নৌকাকে আমাদের বিজয়ী করতেই হবে। এজন্য আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা প্রত্যেক কেন্দ্রে দুর্গ গড়ে তুলবো। যেখানে যা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করবো।’


সাদিকুল ইসলামের ওই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশ কয়েকজন ভোটার জানান, এরকম বক্তব্যের মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বক্তব্য শুনে ভোটারদের মনে ভীতির সৃষ্টি হচ্ছে। এ ধরণের বক্তব্য দেওয়ায় ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বিএনপি সমর্থীত লস্কর আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে অরনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ওরফে মিণ্টু আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। দলীয় নেতাদের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে যান।

অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লস্কর আলী জানান, এ ধরনের বক্তব্য দেওয়ায় জনমত তার দিকে (লস্কর আলী) আসছে। ভোটারদের এই হুমকি দেওয়ার জন্য তিনি কোথাও অভিযোগ করেননি।


মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী জানান, এ ধরণের বক্তব্যের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


নৌকায় ভোট না দিয়ে কেন্দ্র না যাওয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছেন সাদিকুর রহমান। তিনি জানান, কেউ হয়তো এডিট করে ওই ভিডিও দিয়েছে।


প্রসঙ্গত, আগামি ১৫ জুন মধুপুর উপজেলার আটটি ইউনিয়নসহ জেলার সাতটি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়