দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।
এ উপলক্ষে টাঙ্গাইল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতির নেতৃত্বে সোমবার(১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় টাঙ্গাইল ডায়াবেটিক সমিতির যুগ্ম-সম্পাদক হাবিবুল্লাহ বাহার, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুইশ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
