আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:৩৭

টাঙ্গাইলে মহান মে দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ স্লোগানে টাঙ্গাইলে মহান মে দিবস পালন করা হয়েছে।

সোমবার(১ মে) সকালে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।


টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।


এর আগে শ্রমিকরা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ও র‌্যালি নিয়ে পৌর উদ্যানে এসে মিলিত হয়।


বক্তারা বলেন, শ্রমিকরা আজ সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। তবে একটি মহল আবারও টাঙ্গাইলের রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno