আজ- ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৮:১৫

টাঙ্গাইলে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

 

দৃষ্টি নিউজ:

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- স্লোগানে টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রিসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ আগস্ট) আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।


জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র যৌথ উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) আলতাব হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিআরটিএ’র জেলা শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, মোটরযান পরিদর্শক গোলাম সরওয়ার, সদর ট্রাফিকের ইন্সপেক্টর(টিআই) দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার গাড়ি চালকরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকিট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno