আজ- মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬
২৯ পৌষ, ১৪৩২ | বিকাল ৩:৫১
১৩ জানুয়ারি, ২০২৬
২৯ পৌষ, ১৪৩২
১৩ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ, ১৪৩২

কালিহাতীতে ইমপ্যাক্ট প্রকল্পের পাঁচ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার(৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন।


কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই।


প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের পরিবেশ বান্ধব প্রকল্পগুলো বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে এবং ট্রেনিং পরবর্তী সময়ে প্রতিটি বাড়িতে বায়োগ্যাস প্ল্যাণ্ট স্থাপন করতে হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়