আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:০৬

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

dristy-21
আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে রোববার(৫ মার্চ) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা/ বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে রোববার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মহিলা পরিষদের সভানেত্রী বেগম শামসুন্নাহার, সাধারণ সম্পাদিকা শাহনাজ খান নার্গিস, সহ-সভানেত্রী পার্বতী রায়, টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার ও নারী সংগঠন এবং বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন।
প্রকাশ, প্রতিবছর ৮ মার্চ বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno