নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জরে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, আরডিও সেলিম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হাজী আবদুল আলীম,
সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, মৎস্য অফিসের জেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও পরিসংখ্যান অফিসের সোহেল রানাসহ পুলিশ ও আনসার বাহিনীর অফিসার উপস্থিত ছিলেন।
